সমালোচনার জবাবে মিস ইউনিভার্স পাকিস্তান

Date: 2025-11-12
news-banner

বিনোদন ডেক্স:

ত্বকের রং নিয়ে সমালোচনার জবাবে মিস ইউনিভার্স পাকিস্তান রুমা রিয়াজ: ‘এই রঙেই পাকিস্তানের আসল পরিচয়’ নিজের ত্বকের রং নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন মিস ইউনিভার্স প্রতিযোগিতায় পাকিস্তানের প্রতিনিধি রুমা রিয়াজ। তবে এসব নেতিবাচক মন্তব্যের জবাবে তিনি জানিয়েছেন, তার ত্বকের রঙেই পাকিস্তানের প্রকৃত পরিচয় লুকিয়ে আছে- এই মাটির মতোই তার রং, যা গর্বের বিষয়।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় রুমা বলেন, আমার ত্বক পাকিস্তানের মাটির রঙের মতো, যে রঙে আমাদের মায়েরা ঘর বেঁধেছেন, পরিবার গড়েছেন, আর বুকভরা ভালোবাসা নিয়ে দেশকে ধারণ করেছেন। যারা কখনো শুনেছেন, তুমি বেশি কালো, বেশি সাহসী’ বা ‘অন্য রকম’, তাদের বলছি-তোমরাও পাকিস্তানের মুখ।

রুমা ভিডিওতে আরও বলেন, রংবৈষম্য বা কালারিজম বহু সমাজে গভীরভাবে প্রোথিত একটি সমস্যা।

কালারিজম আমাদের শিখিয়েছে ফর্সা ত্বককে উদযাপন করতে, অথচ ভুলিয়ে দিয়েছে আমাদের শিকড় কোথায়। কিন্তু আমি সেই দক্ষিণ এশীয় নারীদের নতুন প্রজন্মের প্রতিনিধি, যারা আর সংকীর্ণ সৌন্দর্যের ধারণায় বিশ্বাস করে না।

দৃষ্টিভঙ্গি তুলে ধরে রুমা বলেন, সৌন্দর্য কোনো নির্দিষ্ট ত্বকের রং বা বৈশিষ্ট্যের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি বৈচিত্র্য, আত্মবিশ্বাস ও মানবতার প্রতিফলন।”

তিনি আরও বলেন, নিজের জাতিগত বৈশিষ্ট্যের জন্য আমি কখনো ক্ষমা চাইব না। আমার শিকড়ে, আমার মূল্যবোধে এবং আমার ত্বকের প্রতিটি রঙে আমি পাকিস্তানি। ভিডিওর শেষভাগে তিনি উর্দু ভাষায় সমালোচকদের উদ্দেশে আহ্বান জানান ঐক্য ও ইতিবাচকতার প্রতি মনোযোগ দিতে। আমাদের আরও ভালো হতে হবে, কারণ যদি আমরা নিজেদের মানুষকেই ভালোবাসতে না পারি, তাহলে প্রতিনিধিত্বের কোনো মূল্য থাকে না।

সূত্র: ডন

Leave Your Comments