অনলাইন ডেক্স:
ঢাকার গুলশানের একটি বাসায় সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে ৫ যুবক হাতেনাতে ধরা পড়েছেন বলে জানা গেছে। শনিবার
(২৬ জুলাই) রাত ৮টার দিকে গুলশানের ৮৩ নম্বর রোডে আওয়ামী লীগের সাবেক সংসদ
সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির চেষ্টা করেন। আটকের পর তাদের
গুলশান থানা হেফাজতে নেওয়া হয়। এই পাঁচজন হলেন- মো. রিয়াদ, মো. সিয়াম, মো. সাদাফ, মো. ইব্রাহীম ও মো. আমিনুল।
গুলশান
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ‘‘সংরক্ষিত
মহিলা আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির সময় সমন্বয়ক
রিয়াদসহ ৫ জনকে আমরা আটক করি। তারা শাম্মী আহমেদের বাসায় গিয়ে আগে ৫০ লাখ
টাকা চাঁদা দাবি করেছিলেন। এর আগে ১০ লাখ টাকাও নিয়েছিলেন। শনিবার তারা
বাকি টাকা চাইতে ওই বাসায় গিয়েছিলেন। পরে সেখান থেকে পুলিশকে খবর দিলে আমরা
ঘটনাস্থলে গিয়ে ৫ জনকে আটক করে থানায় নিয়ে আসি।” ওসি
আরও জানান, এর নেতৃত্বে ছিলেন রিয়াদ। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র
সংসদের (বাগছাস) সদস্য।