স্বর্ণের বিপরীতে রাশিয়া পাঠাচ্ছে অস্ত্র

Date: 2026-01-09
news-banner

অনলাইন ডেক্স:

ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে দেশটির বর্তমান শাসনব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে ব্রিটিশ সংসদ সদস্য টম টুগেনডাট পার্লামেন্টে দেওয়া বক্তব্যে একাধিক চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছেন।

তিনি দাবি করেন, তেহরানে রাশিয়ার মালবাহী বিমান অবতরণ করছে এবং একই সময়ে ইরান থেকে বিপুল পরিমাণ স্বর্ণ বিদেশে সরিয়ে নেওয়া হচ্ছে। টুগেনডাটের ভাষায়, এসব কর্মকাণ্ড মূলত ‘পতন-পরবর্তী সময়ের প্রস্তুতি’র ইঙ্গিত দেয়।

তার মতে, একদিকে রুশ বিমানের মাধ্যমে অস্ত্র ও গোলাবারুদ ইরানে প্রবেশের সম্ভাবনা রয়েছে, অন্যদিকে ক্ষমতাধর ও প্রভাবশালী ব্যক্তিরা নিজেদের সম্পদ সুরক্ষিত রাখতে স্বর্ণ পাচার করছেন।

গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া এই বিক্ষোভ ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, সহিংসতায় এ পর্যন্ত অন্তত ৩৪ জন বিক্ষোভকারী এবং ২ জন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন।

টুগেনডাট আরও বলেন, ইরান সরকারের বহু জ্যেষ্ঠ কর্মকর্তা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ শুরু করেছেন এবং গুরুত্বপূর্ণ গোপন তথ্য পাচারের আশঙ্কাও দেখা দিয়েছে। তার মতে, ইরানি নেতৃত্বের ভেতরে এখন চরম অবিশ্বাস ও আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে ব্রিটিশ সরকারের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক মন্ত্রী হ্যামিশ ফ্যাকনার বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি স্পষ্টভাবে বলেন, যুক্তরাজ্য ইরানি জনগণের শান্তিপূর্ণ সমাবেশ ও প্রতিবাদের অধিকারকে সমর্থন করে এবং ইরান সরকারকে সেই অধিকারের প্রতি সম্মান জানাতে আহ্বান জানায়।


সূত্র-বিডিপ্রতিদিন

ইরান ইন্টারন্যাশনাল

এম ডিউক

Leave Your Comments