দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা:
পটুয়াখালীর দুমকিতে ছাত্রলীগ নেতার সঙ্গে ছবি থাকার
অভিযোগে ছাত্রদল নেতাকে আটক করেছে দুমকি থানা পুলিশ। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের
নিজ বাড়ি থেকে রাকিব হোসেন বাবু (৩০) নামের ওই যুবককে আটক করা হয়।
পুলিশ জানায়, ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে তাকে
আটক দেখানো হয়। পরে দুমকি উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের একটি মামলায় গ্রেপ্তার
দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।
আটক রাকিব হোসেন বাবু মুরাদিয়া ইউনিয়নের সাত্তার
সন্নামতের ছেলে। দুমকি থানার এসআই তৌহিদের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে আটক করে।
খবর পেয়ে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইদুল ইসলাম গভীর রাতে থানায় গিয়ে বাবুকে ছাড়ানোর
চেষ্টা করলেও পুলিশ তাকে মুক্তি দেয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাকিব হোসেন বাবু ২০১৬
সালে মুরাদিয়া ইউনিয়ন ছাত্রদলের কমিটিতে বিজ্ঞানবিষয়ক সম্পাদক ছিলেন। ২০২২ সাল থেকে
তিনি ঢাকার সায়েদাবাদ এলাকায় একটি বাস কাউন্টারে চাকুরী করেন। দুই আগে বাড়ীতে আসলে
পুলিশ তাকে গ্রেফতার করে।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সেলিম উদ্দিন
বলেন, বিএনপির অফিসে হামলা ও ভাঙচুর মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
তদন্তের স্বার্থে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাকে আদালতে পাঠানো হয়েছে।