অনলাইন
ডেক্স:
মধ্য
প্রাচের দেশ সৌদি আরবের রিয়াদের উত্তরাঞ্চলে চলছে বিশ্বের সবচেয়ে বড় বাজপাখি প্রতিযোগিতা
‘কিং আব্দুল আজিজ ফ্যালকনরি ফেস্টিভ্যাল ২০২৫’। উৎসবটি চলবে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত।
এতে সৌদি আরবসহ নয়টি দেশের বাজপাখি ও প্রশিক্ষকেরা অংশ নিচ্ছেন।
এবারের
উৎসবে ১৩৯টি রাউন্ডে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এবং মোট ১ হাজার ১২টি পুরস্কার দেওয়া
হবে, যার মূল্য প্রায় ৩৮ মিলিয়ন সৌদি রিয়াল বা ১ কোটি মার্কিন ডলার।
উৎসবের
প্রধান আকর্ষণ মিলওয়াহ লোর রেস, যেখানে ৪০০ মিটার দূরত্বে বাজপাখির গতি ও নিয়ন্ত্রণ
পরীক্ষা করা হয়। পাশাপাশি রয়েছে মাজায়েন সৌন্দর্য প্রতিযোগিতা, যেখানে পাখির গঠন ও
নান্দনিকতা মূল্যায়ন করা হয়।
অংশগ্রহণকারী
বাজপাখির সংখ্যার ভিত্তিতে এই উৎসব ইতোমধ্যে তিনটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছে,
ফলে এটি বিশ্বের সবচেয়ে বড় বাজপাখি উৎসবের স্বীকৃতি পেয়েছে।
সূত্র:
বিডিপ্রতিদিন/এম ডিউক