সেনাবাহিনীতে আবেদন শুরু- যোগ্যতা ও পরীক্ষার ধাপ

Date: 2026-01-11
news-banner

অনলাইন ডেক্স:

বাংলাদেশ সেনাবাহিনীতে সাধারণ ট্রেড (জিডি) ও টেকনিক্যাল ট্রেডে (টিটি) নিয়োগের জন্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া বিএনসিসি সদস্য, সেনা সদস্যের সন্তান (এসএস) এবং টিটিটিআই থেকে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের জন্য পৃথক কোটায় আবেদনের সুযোগ রয়েছে।

বাছাই প্রক্রিয়া-

প্রার্থী নির্বাচন করা হবে একাধিক ধাপে। এর মধ্যে রয়েছে স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা (দৌড়, পুশআপ, সিটআপ ও বীম), লিখিত পরীক্ষা এবং মৌখিক সাক্ষাৎকার। লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা বিষয়ে প্রশ্ন থাকবে।

সাধারণ ট্রেডের পরীক্ষা জেলা বা বিভাগভিত্তিক নির্ধারিত সেনানিবাসে অনুষ্ঠিত হবে। টেকনিক্যাল ট্রেডের পরীক্ষা ও সাক্ষাৎকার নেওয়া হবে বগুড়া, চট্টগ্রাম, নাটোর, যশোর, খুলনা, টাঙ্গাইল, গাজীপুর ও সৈয়দপুর সেনানিবাসে। টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে ব্যবহারিক পরীক্ষাও দিতে হবে।

প্রস্তুতির নির্দেশনা-

প্রার্থীদের শারীরিকভাবে সুস্থ ও ফিট থাকতে হবে। দীর্ঘমেয়াদি অসুস্থতা থাকলে স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যাবে না। সাঁতার জানা বাধ্যতামূলক। বয়স অনুযায়ী ওজন ও বুকের মাপ নির্ধারিত মানের মধ্যে থাকতে হবে।

লিখিত পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে সাধারণ ট্রেডের প্রার্থীদের নবম–দশম শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিতের সিলেবাস অনুসরণ করতে হবে। সাধারণ জ্ঞানের জন্য সমসাময়িক বিষয়ে ধারণা থাকতে হবে। টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের সাধারণ বিষয়ের পাশাপাশি সংশ্লিষ্ট ট্রেডের লিখিত ও ব্যবহারিক প্রস্তুতি নিতে হবে।

প্রবেশপত্র ও পরীক্ষার তথ্য-

এসএমএস ও অনলাইনে আবেদন করার সাত দিনের মধ্যে পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। নিজ নিজ বাছাই পরীক্ষার ৭২ ঘণ্টা আগে টেলিটকের মাধ্যমে পরীক্ষার সময়সূচি ও স্থান জানানো হবে।

পরীক্ষার দিন প্রয়োজনীয় কাগজপত্র-

পরীক্ষার দিন সঙ্গে রাখতে হবে- শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও নম্বরপত্র, এসএসসি পরীক্ষার প্রশংসাপত্র ও প্রবেশপত্র, টেকনিক্যাল কোর্সের মূল সনদ (যদি প্রযোজ্য হয়), ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত অভিভাবকের সনদ, নাগরিকত্ব বা চারিত্রিক সনদ, জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র, পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সাইজের ছয় কপি ও স্ট্যাম্প সাইজের দুই কপি ছবি। এছাড়া সাঁতার পরীক্ষার পোশাক এবং লিখিত পরীক্ষার জন্য প্রয়োজনীয় স্টেশনারি সঙ্গে আনতে হবে।

য়স ও শিক্ষাগত যোগ্যতা-

সাধারণ ট্রেড (জিডি):

১ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে বয়স ১৭ থেকে ২২ বছর। এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩।

টেকনিক্যাল ট্রেড (টিটি):

১ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে বয়স ১৭ থেকে ২৩ বছর।

– এসএসসি ভোকেশনাল থেকে সংশ্লিষ্ট বিষয়ে জিপিএ ন্যূনতম ৩ অথবা

– এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ ৩ পেয়ে উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত

প্রতিষ্ঠান থেকে ন্যূনতম তিন মাসের ট্রেড কোর্স সম্পন্ন।

বিজ্ঞান বিভাগ ও ডিপ্লোমা উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

শারীরিক মানদণ্ড-

পুরুষ প্রার্থী: ন্যূনতম উচ্চতা ১.৬৫ মিটার (ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে ১.৬৩ মিটার), ওজন কমপক্ষে ৪৯.৯০ কেজি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং প্রসারণে ৩২ ইঞ্চি।

মহিলা প্রার্থী-

ন্যূনতম উচ্চতা ১.৫৫ মিটার (ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে ১.৫২ মিটার), ওজন কমপক্ষে ৪৭ কেজি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি এবং প্রসারণে ৩০ ইঞ্চি। উভয় ক্ষেত্রেই চোখের মান ৬/৬ হতে হবে। প্রার্থীকে অবিবাহিত, জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক এবং স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে। বয়স প্রমাণে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।


তথ্য-কালেরকন্ঠ/এম ডিউক

Leave Your Comments