শেরপুর হাতিবান্ধা গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ

Date: 2025-11-20
news-banner

শেরপুর সংবাদদাতা:

জেলা শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হাতিবান্ধা এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৯ নভেম্বর) ভোরে শাখা কার্যালয়ের সামনের অংশে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে ব্যাংকের সাইনবোর্ডসহ বাইরের অংশে সামান্য ক্ষয়ক্ষতি হয়।

গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছে। তবে শাখা ব্যবস্থাপনা জানিয়েছে, ভেতরের কোনো গুরুত্বপূর্ণ নথি বা সম্পদের ক্ষতি হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

ঝিনাইগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন জানান, “সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করে। সামান্য আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করা হয়েছিল, তবে বড় কোনো ক্ষতি হয়নি। ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।”

এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ২৪ সেকেন্ডের ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দূরত্ব বজায় রেখে দাহ্য পদার্থ ছিটিয়ে দিয়াশলাই নিক্ষেপ করে আগুন দেওয়ার দৃশ্য দেখা যায়। ভিডিওতে কারো মুখ স্পষ্ট দেখা যায় না। ভিডিওটি কীভাবে ছড়িয়েছে, তা তদন্তাধীন।

এদিন রাতেই গ্রামীণ ব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেজে অগ্নিকাণ্ডের দুটি ছবি ও বিবৃতি পোস্ট করা হয়। সেখানে ঘটনার নিন্দা জানানো হয় এবং দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

পুলিশ জানিয়েছে, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে।

Leave Your Comments