শেরপুরে শতবর্ষীকে ধর্ষণের চেষ্টা

Date: 2025-09-13
news-banner
অনলাইন ডেক্স :
জেলা শেরপুর নকলা উপজেলার শতবর্ষী (১০৪) এক নারীকে ধর্ষণের অভিযোগে জোবেদ আলী (৭৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। 
শুক্রবার (১২ সেপ্টেম্বর) অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত জোবেদ আলীকে পার্শ্ববর্তী নালিতাবাড়ী উপজেলার কাপাসিয়া গ্রাম থেকে আটক করে। ঘটনাটি নকলা উপজেলার ধনাকুশা ইউনিয়নের খালপাড় গ্রামের।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী ও অভিযুক্ত বৃদ্ধ একই গ্রামের ও প্রতিবেশী। ধর্ষণের শিকার বৃদ্ধা জামিরন বেগম (১০৩) বলেন, দুপুরে বাড়িতে কেউ না থাকায় জোবেদ আলী আমার সঙ্গে খারাপ কাজ করার চেষ্টা করার বিষয়টি আমার মেয়েদেরকে জানাই।

নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, অভিযোগ দায়েরের পরই ঘটনাস্থলে তদন্তে সত্যতা পাওয়া গেলে অভিযুক্তকে আটক করা হয়। তাকে শেরপুর জেলা আদালতের মাধ্যমে জেলখানায় পাঠানো হয়েছে বলেও জানান তিনি। 

Leave Your Comments