অনলাইন
ডেক্স:
ঢাকার
ধানমন্ডি ৩২ নম্বরে সোমবার দুপুরে উত্তাল জনতার ঢল নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর
রায় ঘোষণার পর। জুলাই–আগস্টের গণ–অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক স্বৈরাচারী
শাসক শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করলে এলাকায় আনন্দ ও আবেগের উচ্ছ্বাস
ছড়িয়ে পড়ে।
ট্রাইব্যুনালের
চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ রায় ঘোষণার
সঙ্গে সঙ্গেই ধানমন্ডি ৩২ এলাকায় উপস্থিত ছাত্র–জনতা সেজদায় লুটিয়ে পড়ে কৃতজ্ঞতা প্রকাশ
করেন। তাদের দেখে আশপাশের আরও অনেকেই সেজদায় অংশ নেন। পরে তারা শান্তির দোয়া ও মোনাজাত
করেন—জুলাই আন্দোলনে নিহতদের জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করা হয় এবং আহতদের দ্রুত
সুস্থতার জন্য প্রার্থনা করা হয়।
দোয়া-মোনাজাত
শেষে স্লোগানে স্লোগানে আবারও প্রতিধ্বনিত হয় ধানমন্ডি ৩২। ছাত্র–জনতা বিভিন্ন প্ল্যাকার্ড
ও ব্যানার হাতে আনন্দ মিছিল বের করে রায়ের প্রতি সমর্থন জানায়।
এর
আগে সকাল থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। কয়েক দফা মুখোমুখি অবস্থানে আসে ছাত্র–জনতা
ও আইনশৃঙ্খলা বাহিনী। সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ ও ইটপাটকেলের ঘটনায় পরিস্থিতি এক পর্যায়ে
উত্তপ্ত হয়ে উঠে।
গত
বৃহস্পতিবার রায় ঘোষণার জন্য ১৭ নভেম্বর তারিখ ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল। মামলায়
শেখ হাসিনার পাশাপাশি আরও আসামি ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে মামলার শেষ
পর্যায়ে আল-মামুন জবানবন্দি দিয়ে নিজের দায় স্বীকার করেন।
তথ্যসূত্র:
বিডিপ্রতিদিন