তজুমদ্দিন সংবাদদাতা:
জুলাই গণঅভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায়
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি হবে বলে আশা প্রকাশ করেছেন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
রবিবার (১৬ নভেম্বর) বিকেলে ভোলার তজুমদ্দিনে এক গণসংবর্ধনা
অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানের আয়োজন করে তজুমদ্দিন উপজেলা বিএনপি।
সোমবার (১৭ নভেম্বর) এই মামলার রায় ঘোষণা করার কথা রয়েছে।
রায়কে সামনে রেখে হাফিজ উদ্দিন বলেন, দেশের মানুষ মনে করে আদালত শেখ হাসিনাকে সর্বোচ্চ
শাস্তি দেবেন।
গণভোটের বিষয়েও তিনি মত দেন। হাফিজ উদ্দিন বলেন, অধিকাংশ
রাজনৈতিক দল ও সাধারণ মানুষ বিশ্বাস করেন-গণভোটের জন্য আলাদা দিন নির্ধারণ করা হলে
রাষ্ট্রীয় সম্পদের অপচয় হবে। তাই নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হলে দেশের অর্থ সাশ্রয়
হবে, বিশেষ করে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে।
তিনি আরও বলেন, জনগণই নির্বাচনের মাধ্যমে সঠিক রায় দেবে।
সংবিধান সংশোধনের ক্ষমতা কেবল নির্বাচিত সরকারের থাকে। আগামী দিনের বাংলাদেশ কোন পথে
এগোবে তা নির্ধারণ করবেন পরবর্তী সংসদ সদস্যরা।