অনলাইন
ডেক্স:
হাসপাতাল,
ক্লিনিক, শিক্ষাপ্রতিষ্ঠান, খেলাধুলার স্থান ও শিশু পার্কের আশপাশে সিগারেট ও তামাকজাত
দ্রব্য বিক্রির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এসব স্থানের সীমানার ১০০ মিটারের
মধ্যে তামাক বিক্রি করলে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানার বিধান রেখে ‘ধূমপান ও
তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছেন রাষ্ট্রপতি।
মঙ্গলবার
(৩০ ডিসেম্বর) আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ থেকে অধ্যাদেশটি জারি
করা হয়। এর মাধ্যমে ২০০৫ সালের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন
আরও একধাপ সংশোধন করা হলো।
জারিকৃত
অধ্যাদেশে বলা হয়েছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক,
খেলাধুলার স্থান ও শিশু পার্কের সীমানার ১০০ মিটারের মধ্যে তামাক ও তামাকজাত দ্রব্য
বিক্রি করতে বা করাতে পারবে না। প্রয়োজনে সরকার বা স্থানীয় সরকার প্রতিষ্ঠান সাধারণ
বা বিশেষ আদেশের মাধ্যমে এই সীমানা আরও বাড়াতে পারবে।
আইন
লঙ্ঘন করলে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানা সহ পুনরায় করলে দ্বিগুন করা হবে সংশ্লিষ্ট
ব্যক্তি বা ব্যবসায়ি প্রতিষ্ঠানকে।
তথ্য-বিডিপ্রতিদিন/ডিউক