সিরাজগঞ্জে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা; একজন আটক

Date: 2025-12-28
news-banner

সিরাজগঞ্জ সংবাদদাতা:

জেলা সিরাজগঞ্জ শহরে সিএনজিচালিত অটোরিকশায় বসে থাকা এক কলেজ শিক্ষার্থীকে দিনের আলোতে প্রকাশ্যে ছুরিকাঘাতে কুপিয়ে হত্যা করেছে কিশোরগ্যাংরা। রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে সিরাজগঞ্জ শহরের বাহিরগোলা রোডে এ ঘটনা ঘটেছে।

নিহত আব্দুর রহমান (১৯) শহরের খানপাড়া মহল্লার বাসিন্দা মো. রেজাউল করিমের ছেলে। নিহত আব্দুর রহমান সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী।

সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায়, একটি সিএনজিতে বসে থাকা অবস্থায় কয়েকজন যুবক সামনে ও পেছন দিক থেকে দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে আব্দুর রহমানের ওপর হামলা চালায়। একাধিক আঘাত করার পর কিশোর গ্যাংয়ের দলটি স্থান ত্যাগ করে।

রহমানের চাচা সোহাগ জানান, বিকেলে আব্দুর রহমান চৌরাস্তা এলাকায় প্রাইভেট পড়তে বের হয়েছিল। স্থানীয় হাসপাতাল থেকে ফোন পেয়ে তারা জানতে পারেন, ভাতিজাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে কারা বা কী কারণে তাকে হত্যা করা হয়েছে তারা কিছুই জানেন না।

সিরাজগঞ্জ পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, ঘটনার সাথে জড়িত একজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। প্রকৃত ঘটনার রহস্য বের করতে তদন্ত ও আটককৃতকে জিজ্ঞাসাবাদ চলছে।

Leave Your Comments