অনলাইন
ডেক্স:
জাতীয়
নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক
মোতালেব শিকদার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় যুবশক্তির নেত্রী তনিমা তন্বীকে আটক করেছে খুলনা
মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
সোমবার
(২২ ডিসেম্বর) রাতে মহানগরীর টুটপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম। আটক
তনিমা তন্বী যুবশক্তির খুলনা জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব পদে দায়িত্ব পালন করছেন।
পুলিশ
সূত্র জানায়, সোমবার বেলা আনুমানিক ১১টা ৪৫ মিনিটে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকার
আল আকসা মসজিদ রোডের ১০৯ নম্বর মুক্তা হাউজের নিচতলার একটি কক্ষে, যা তন্বীর বাসা হিসেবে
পরিচিত, সেখানে মোতালেব শিকদার গুলিবিদ্ধ হন। গুলির শব্দ শুনে স্থানীয়রা তাকে গুরুতর
আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার
খবর ছড়িয়ে পড়লে খুলনাসহ সারাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। রাজনৈতিক অঙ্গন ও শ্রমিক
সংগঠনগুলোর মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
এ
ঘটনায় ঘটনাস্থল থেকে পুলিশ গুলির খোসা, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম এবং মদের বোতল
আলামত হিসেবে জব্দ করেছে। বিষয়টি ঘিরে তদন্ত জোরদার করা হয়েছে এবং ঘটনার পেছনের প্রকৃত
কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে ডিবি।
পুলিশ
জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক তন্বীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা
হবে।
তথ্য-
বিডিপ্রতিদিন