স্ত্রীর মরদেহ, রশিতে ঝুলছিল স্বামী

Date: 2025-07-23
news-banner

অনলাইন ডেক্স: 

জেলা নওগাঁর পোরশায় নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নিতপুর ইউনিয়নের শীতলি ফকিরপাড়া গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তিরা হলেন-উপজেলার শীতলী ফকিরপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে হাই বাবু (৫০) ও তার স্ত্রী মোমেনা বেগম (৩৫)। জানা যায়, মঙ্গলবার রাতে স্বামী-স্ত্রী এবং তার ছোট দুই মেয়েকে নিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন তারা। সকালবেলা ঘুম থেকে উঠে তার মেয়ে দেখেন মা বিছানায় পড়ে রয়েছে এবং তার বাবা গলায় রশি দিয়ে ঘরের তীরের সঙ্গে ঝুলছেন। ঘরের দরজা খুলে তার ছোট মেয়ে আশপাশের প্রতিবেশীদের বিষয়টি জানায়। প্রতিবেশীরা ঘরে এসে তাদের দুজনকেই মৃত অবস্থায় দেখতে পায়। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশগুলোকে উদ্ধার করে। পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটে থাকতে পারে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা প্রক্রিয়া চলছে।


advertisement image

Leave Your Comments