বিশ্ব ডেক্স:
সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘের একটি
ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ
ঘটনায় আরও ৮ জন শান্তিরক্ষী আহত হয়েছেন।
শনিবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর
(আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, হামলার
পর সেখানে এখনও যুদ্ধ চলমান রয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, আহত শান্তিরক্ষীদের
প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে এবং উদ্ধার কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ
সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া গেলে
যথাসময়ে তা জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
তথ্যসূত্র-বিডিপ্রতিদিন