টাঙ্গাইলে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

Date: 2025-11-18
news-banner

টাঙ্গাইল সংবাদদাতা:

জেলা টাঙ্গাইলের মির্জাপুরে তিন বছরের কন্যা শিশুকে ধর্ষণ করায় অভিযোগে রায়হানকে (১৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার বিকেলে র্যাব-৪,  ঢাকার ক্যান্টনমেন্ট থানাধীন দক্ষিণ মানিকদী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গত ২০ অক্টোবর দুপুরে মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের ফতেপুর গ্রামের তিন বছরের এক শিশুকন্যাকে বাড়ির পাশে প্রতিবেশী শিশু রায়হান ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুর চিৎকারে তার মা এগিয়ে আসলে ধর্ষক রায়হান পালিয়ে যায়।শিশুটিকে উদ্ধার করে প্রথমে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ধর্ষিত শিশুর মা গত ১১ নভেম্বর বাদী হয়ে মির্জাপুর থানায় ধর্ষণ মামলা করেন।

মামলাটির তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মিন্টু ঘোষ বলেন,  রায়হানকে সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave Your Comments