তারেক রহমানকে বিএনপির চেয়ারপার্সন পদে অধিষ্ঠিত করা হবে- মির্জা ফখরুল

Date: 2026-01-04
news-banner

অনলাইন ডেক্স:

দুই-এক দিনের মধ্যেই তারেক রহমানকে বিএনপির চেয়ারপার্সন পদে অধিষ্ঠিত করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি)  মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৪ডিসেম্বর) সন্ধ্যায় সিলেটে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এর আগে তিনি হযরত শাহজালাল ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফখরুল ইসলাম বলেন, দেশে মবোক্রেসি সংস্কৃতি গণতন্ত্রকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এখান থেকে বেরিয়ে আসতে নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন। তিনি আশাব্যক্ত করে বলেন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু হবে। নির্বাচনকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচনের মাধ্যমে সংসদ ও সরকার গঠন অপরিহার্য।

সভা শেষে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সিলেট থেকেই বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু হবে এবং বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেলেও সবাইকে নিয়ে সরকার গঠন করবে।

মতবিনিময় সভায় সিলেট মহানগর জেলা ও উপজেলা বিএনপির নেতা কর্মীরা অংশ গ্রহন করেন।

Leave Your Comments