তেতো সাধ পেয়ে বাছাই পর্ব শেষ করলো আর্জেন্টিনা

Date: 2025-09-10
news-banner

অনলাইন ডেক্স:

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে দক্ষিণ আমেরিকান অঞ্চলের স্বাগতিক ইকুয়েডরের কাছে - গোলে হেরে গেল আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত ম্যাচের একমাত্র গোলটি করেন ইকুয়েডরের ফরোয়ার্ড এনার ভ্যালেন্সিয়া। গত জুলাইয়ে - গোলে রুখে দিয়েছিল ইকুয়েডর বাছাইয়ের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে তাদের মাঠে বিশ্ব চ্যাম্পিয়ন  আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে চতুর্থ হারের স্বাদ পেল।

সর্বশেষ ভেনেজুয়েলা ম্যাচের একাদশে পাঁচ পরিবর্তন আনা স্কালোনি দলের শেষটা ভালোভাবে শেষ করার চেষ্টা করেছিলেন। কিন্তু অধিনায়ক নিকোলাস ওতামেন্দি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ম্যাচের ৩১ মিনিটে। আর্জেন্টিনার প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ১৩ মিনিটে এনের ভ্যালেন্সিয়ার গোলের মাধ্যমে পেনাল্টি থেকে একুয়েডর এগিয়ে যায়।

খেলোয়ার একজন কম নিয়ে পিছিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের শুরুতে ইকুয়েডরও ১০ জনের দলে পরিণত হয়। মইসেস কাইসেদোকে বাজে ফাউলের কারণে দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হয় কিন্তু আর্জেন্টিনার খেলোয়াড়রা এই সুবিধা কাজে লাগাতে পারেনি।

লাউতারো মার্তিনেজ, নিকো গনজালেজ ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোরা পুরো ম্যাচে লক্ষ্য বরাবর একটিও শট নিতে পারেননি। ফলে আর্জেন্টিনার জন্য ছয় ম্যাচ পর হারের তেতো স্বাদ পেয়েই বাছাইপর্ব শেষ হলো।

বাছাইপর্ব শেষ করার পর এবার আর্জেন্টিনা বিশ্বকাপের আগ পর্যন্ত কয়েকটি প্রীতি ম্যাচ খেলবে। যুক্তরাষ্ট্র সফরে গিয়ে আগামী ১১ অক্টোবর ভেনেজুয়েলা এবং ১৩ অক্টোবর পুয়ের্তো রিকোর মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

 


advertisement image

Leave Your Comments