৩দফা দাবিতে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

Date: 2025-08-28
news-banner
অনলাইন ডেক্স: 
তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চলমান ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বিএসসি ইঞ্জিনিয়ারদের সংগঠন ‘প্রকৌশলী অধিকার আন্দোলন’। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে। একই সঙ্গে আগামী সপ্তাহের শুরু থেকে দেশের বিভাগীয় শহরগুলোতে সমাবেশ করারও ঘোষণা দিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন ‘প্রকৌশলী অধিকার আন্দোলন’-এর সভাপতি মোহাম্মদ ওয়ালী উল্লাহ। 
সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রকৌশলীদের ন্যায্য তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং প্রয়োজনে কর্মসূচির পরিধি আরও বিস্তৃত করা হবে।



Leave Your Comments