৩টি গোপন ফিচারের কথা জানেন কি?

Date: 2025-07-24
news-banner

অনলাইন ডেক্স: 

সারা বিশ্বে এখন  জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। প্রতিনিয়ত মেসেজ, ছবি, ভিডিও, ফাইল আদান-প্রদান চলছে হোয়াটসঅ্যাপে। ব্যবহারকারীদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন আপডেট আনছে প্ল্যাটফর্মটিতে মেটা। মেটা সবচেয়ে বেশি নজর দেয় হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের নিরাপত্তায়। চ্যাট, ছবি, অ্যাকাউন্ট নিরাপত্তায় অসংখ্য ফিচার যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ।  চ্যাট ছাড়াও অনেক কাজই করা যায়। হোয়াটসঅ্যাপের এমনই গোপন ৩ ফিচারের কথাই আজ জানবো- 

ভয়েস টাইপ রাইটার ঃ হোয়াটসঅ্যাপ খুলে কারো চ্যাটে গেলেই নিচের দিকে দেখা যায় বেশ কয়েকটি আইকন। তার মধ্যে থাকে ক্যামেরা, ডকুমেন্ট ও মাইক্রোফোন। ওই মাইক্রোফোনে ক্লিক করলে পাঠানো যায় ভয়েস মেসেজ। কিন্তু কিবোর্ডে থাকে আরও একটি মাইক্রোফোন। সেটির ব্যবহার জানেন? সেটিংসে গিয়ে ভাষা বদল করে নিয়ে ওই মাইক্রোফোন ক্লিক করে আপনি যা বলবেই সেটাই ওই ভাষায় টাইপ হয়ে ফুটে উঠবে স্ক্রিনে। ফলে আপনাকে আর পরিশ্রম করে টাইপ করতে হবে না। স্ক্যানারঃ হোয়াটসঅ্যাপের কি-বোর্ডই প্রয়োজনে হয়ে উঠতে পারে স্ক্যানার। ধরুন আপনি কাউকে কোনো লেখা পাঠাতে চাইছেন। এতদিন ছবি খাতায় লেখার ছবি তুলে পাঠাতেন। এখন মেসেজে ট্যাপ করলেই পাবেন অটোফিল অপশন। তাতে ক্লিক করলেই কি-বোর্ডটি হয়ে যাবে স্ক্য়ানার। এবার ছবি তুলে যে লেখা পাঠাচ্ছিলেন, সেটা স্ক্য়ান করে পাঠিয়ে দিন। আরও স্পষ্ট এবং স্বচ্ছ লেখা পাঠাতে পারবেন।মেসেজ ট্রান্সক্রিপ্ট ঃ হোয়াটসঅ্যাপে রয়েছে মেসেজ ট্রান্সক্রিপ্ট অপশনও। অর্থাৎ এই ফিচার ব্যবহারে আপনার ভয়েস মেসেজ লিখিত আকারে দেখতে পাবেন। তাতে পথে ঘাটে, মানুষের মাঝে থাকলে আর হেডফোন খুঁজে শুনতে হবে না। এজন্য প্রথমে যেতে হবে সেটিংসে। তারপর অন করতে হবে ভয়েস মেসেজ ট্রান্সক্রিপ্ট অপশন। এরপর বাছতে হবে ভাষা। আপনি বাংলা ভাষায়ও ভয়েস মেসেজ লিখিত আকারে পেয়ে যাবেন স্ক্রিনে। এখন কাও ভয়েস মেজেস আসলে তা ওপেন করলে লেখা পড়েই বুঝে নিতে পারবেন সহজেই।


advertisement image

Leave Your Comments