টঙ্গীর হাসপাতাল ভাগাড় থেকে নবজাতকের লাশ উদ্ধার

Date: 2026-01-11
news-banner

অনলাইন ডেক্স:

গাজীপুরের টঙ্গীতে একটি হাসপাতালের ময়লার ভাগাড় থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের ময়লার ভাগাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় হাসপাতালের ময়লার ভাগাড়ে একটি নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা টঙ্গী পূর্ব থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। উদ্ধার হওয়া নবজাতকের বয়স আনুমানিক ছয় মাসের মতো হতে পারে। তবে শিশুটিকে কে বা কারা সেখানে ফেলে গেছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।


তথ্য-কালেরকন্ঠ/এম ডিউক

Leave Your Comments