ভারত সাড়া দেয়নি শেখ হাসিনাকে ফেরাতে:পররাষ্ট্র উপদেষ্টা

Date: 2025-12-05
news-banner

অনলাইন ডেস্ক:

অন্তর্র্বতীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত দেওয়ার বিষয়ে ভারত এখনো কোনো ইতিবাচক সাড়া দেয়নি। তিনি জানান, ট্রাইব্যুনালের রায় নিয়ে দিল্লি পরীক্ষা-নিরীক্ষা করছে এবং বাংলাদেশও তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে।

শুক্রবার সকালে রংপুর অঞ্চলের চার দিনের সরকারি সফরের অংশ হিসেবে সার্কিট হাউসে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো তথ্য নেই বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।

এ সময় তিনি আরও বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে আজও এয়ার অ্যাম্বুলেন্স আসতে পারেনি, ফলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়া সম্ভব হয়নি।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন নীলফামারীতে প্রস্তাবিত চীনা হাসপাতালের কার্যক্রম দ্রুত শুরু করার আগ্রহের কথা জানিয়ে বলেন, অন্তর্র্বতীকালীন সরকার প্রকল্পটি শুরু করে যেতে চায়। নির্বাচিত সরকার এলে তারা এটি সম্পন্ন করবে।

তথ্য সূত্র- বিডি-প্রতিদিন

Leave Your Comments