বিশ্ব ডেস্ক:
আন্তর্জাতিক জলসীমা অতিক্রম
করে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের অভিযোগে ২৯ জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করেছে ভারতীয়
কোস্টগার্ড। শনিবার গভীর রাতে তাদের মাছ ধরার ট্রলারসহ আটক করা হয়। পরদিন রবিবার সকালে
দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশের কাছে মৎস্যজীবীদের হস্তান্তর করা
হয়।
দুপুরে তাদের কাকদ্বীপ
মহকুমা আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন। প্রাথমিক তদন্তে ধারণা করা
হচ্ছে-মাঝসমুদ্রে মাছ ধরতে গিয়ে পথ হারানোই ভারতীয় জলসীমায় ঢুকে পড়ার প্রধান কারণ।
তবে এর নেপথ্যে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট তদন্তকারী
সংস্থা।
এদিকে পশ্চিমবঙ্গের নদীয়া
জেলার হাসখালী থানা পুলিশ অবৈধ অনুপ্রবেশের অভিযোগে নারী-পুরুষসহ আরও ১০ বাংলাদেশিকে
আটক করেছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার সময় উমরপুর গ্রামে
বাংলাদেশি নাগরিকরা আত্মগোপন করে আছে-এমন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে পুলিশ অভিযান
চালায়।
পুলিশ জানায়, গ্রেফতারদের
মধ্যে পাঁচজন নারী ও পাঁচজন পুরুষ রয়েছেন। তাদের আশ্রয় দেওয়ার অভিযোগে দুই ভারতীয় দালালকেও
আটক করেছে পুলিশ। রবিবার গ্রেফতারকৃতদের রানাঘাট মহকুমা আদালতে পাঠানো হলে বিচারক তাদের
১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
তথ্যসূত্র: বিডিপ্রতিদিন