ভারতে রোগীকে মারধর: চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত

Date: 2025-12-22
news-banner

অনলাইন ডেক্স:

ভারতের হিমাচল প্রদেশের শিমলায় অবস্থিত ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজ (আইজিএমসি) হাসপাতালে এক রোগীর ওপর চিকিৎসকের নির্মম হামলার ঘটনায় দেশজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে থাকা এক রোগীকে প্রকাশ্যে মারধর করছেন এক চিকিৎসক।

ভুক্তভোগী রোগীর নাম অর্জুন পানওয়ার। তিনি অভিযোগ করেন, সামান্য কথাকাটাকাটি থেকেই এই সহিংস ঘটনার সূত্রপাত। চিকিৎসা সংক্রান্ত কিছু পরীক্ষার জন্য হাসপাতালে আসা অর্জুন শ্বাসকষ্ট অনুভব করলে একটি ওয়ার্ডের বিছানায় শুয়ে পড়েন এবং অক্সিজেনের জন্য অনুরোধ জানান। কিন্তু ওই সময় সংশ্লিষ্ট চিকিৎসক তার ভর্তির নথিপত্র নিয়ে প্রশ্ন তোলেন এবং তার সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন।

অর্জুন জানান, তিনি চিকিৎসককে সম্মান বজায় রেখে কথা বলার অনুরোধ করেছিলেন। তবে এতে চিকিৎসক আরও উত্তেজিত হয়ে ওঠেন। তুচ্ছ একটি সম্বোধন নিয়ে তর্কের একপর্যায়ে চিকিৎসক মেজাজ হারিয়ে রোগীর ওপর শারীরিকভাবে চড়াও হন। ভাইরাল ভিডিওতে দেখা যায়, অসুস্থ অবস্থায় অর্জুন নিজেকে রক্ষা করার চেষ্টা করলেও চিকিৎসক একের পর এক আঘাত করতে থাকেন।

ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্ত চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হাসপাতালের সামনে বিক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত পদক্ষেপ নেয় আইজিএমসি হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট ডা. রাহুল রাও জানান, ঘটনার তদন্তে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এদিকে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং হাসপাতাল প্রশাসন কয়েক ঘণ্টার মধ্যেই চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

এই ঘটনায় চিকিৎসক-রোগী সম্পর্ক, হাসপাতালের নিরাপত্তা এবং চিকিৎসা নৈতিকতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

তথ্য- বিডি প্রতিদিন

Leave Your Comments