বিডিফেস ডেক্স:
শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্সে
(কেকেআর) ৯ কোটি ২০ লাখ রুপিতে সুযোগ পেলেও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আপত্তিতে
বাদ পড়েন বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। এ ঘটনায় বিসিসিআইয়ের সমালোচনা করেছেন
জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর।
রোববার (৪ ডিসেম্বর) নিজের জন্মদিনে এক আলোচনায়
মিশা সওদাগর বলেন, মুস্তাফিজ একজন অসাধারণ ও বিশ্বমানের ক্রিকেটার। যার মধ্যে কোন অহংকার
নেই। যেখানেই খেলেন, সেখানেই ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করেছেন তিনি।
মিশা আরও বলেন, রাজনীতি বা উগ্রতার কারণে ক্রীড়াঙ্গনে
বাধা সৃষ্টি করা অগ্রহণযোগ্য। মুস্তাফিজকে এভাবে বাদ দেওয়া খুবই রুচিহীন সিদ্ধান্ত,
যা বিশ্বব্যাপী নেতিবাচক বার্তা দিয়েছে। সংস্কৃতির সঙ্গে রাজনীতি মেশানো উচিত নয়। তিনি
এ ধরনের মানসিকতার নিন্দা জানান এবং মুস্তাফিজের প্রতি সমর্থন ব্যক্ত করে আরও ভাল খেলে
জবাব দেওয়ার আশা করেন।