ভোলায় দেবর ভাবী আটক

Date: 2025-07-22
news-banner

 অনলাইন ডেক্স : 

বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলার লালমোহন উপজেলায় বিপুল পরিমাণের জাল নোটসহ দেবর-ভাবিকে আটক করেছে পুলিশ। সোমবার বিকালে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গজারিয়া এলাকা থেকে তাদের আটক করা হয় বলে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম এ তত্য নিশ্চিত করেন । আটকৃতরা হলেন- লালমোহন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দেওয়ানকান্দি এলাকার মো. জুয়েলের স্ত্রী মোসা. সুমি বেগম (২৫) এবং সুমির দেবর মো. মার্শাল (২০)। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার টাকার ১০০টি এবং পাঁচশত টাকার ৩০টি জাল নোট জব্দ করা হয়। ওসি সিরাজুল ইসলাম বলেন, গোপন সংবাদে এসআই আবু ইউসুফ, মফিজুল ইসলাম ও এএসআই গোলাম কিবরিয়া অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তারা প্রতি এক লাখ জাল টাকার নোট ২৫ হাজার টাকায় বিক্রি করতেন। দীর্ঘদিন ধরেই তারা এর সঙ্গে জড়িত। জালনোট বিক্রি ও প্রতারণার সংশ্লিষ্ট আইনে গ্রেফতার দেখিয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। 


advertisement image

Leave Your Comments