সিলেট সংবাদদাতা:
সিলেট এলাকায় ভোররাতে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (৫ডিসেম্বর) ভোর রাতের দিকে কয়েক সেকেন্ডের
জন্য এ কম্পন অনুভূত হয়।
ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য মতে, ভোর ৪টা ৪৭ মিনিটে অনুভূত
হওয়া ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৪। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের মরিগাওয়ে।
ভূমিকম্পটির গভীরতা ছিল ৩৫ কিলোমিটার। আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলোর
তথ্যমতে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৪। সিলেট নগরীর জিন্দাবাজার, উপশহর,
আম্বরখানা, টিলাগড়, শাহপরান থানা এলাকা ছাড়াও দক্ষিণ সুরমা, জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ
উপজেলায় ও কম্পন অনুভূত হয়েছে বলে স্থানীয়রা জানান। তবে তাৎক্ষণিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতি
বা হতাহতের খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে
ভূকম্পনের মাত্রা ও উৎপত্তিস্থল সম্পর্কে কিছু জানায়নি। তবে বিষয়টি পর্যবেক্ষণ করা
হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, সিলেট অঞ্চল ভূতাত্ত্বিকভাবে ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে
পরিচিত। বিগত দিনে বিভিন্ন সময়ে মৃদু থেকে
মাঝারি মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে সিলেট বিভাগে।