১ লিটার দুধ ১৩ হাজার টাকায় বিক্রি

Date: 2025-11-02
news-banner

কিশোরগঞ্জ সংবাদদাতা:

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের ব্রহ্মপাড়া এলাকায় এক কৃষকের দান করা ১ লিটার দুধ নিলামে বিক্রি হয়েছে ১৩ হাজার টাকায়। শুক্রবার (৩১ অক্টোবর) জুমার নামাজের আগে ব্রহ্মপাড়া আল-হোসাইনিয়া জামে মসজিদে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এক কৃষক মসজিদে ১ লিটার দুধ দান করেন। জুমার নামাজের আগে মসজিদ পরিচালনা কমিটি দুধটি নিলামে তোলে। শুরুতে এক মুসল্লি ২০০ টাকা দাম হাঁকলে উপস্থিত আরও কয়েকজন দাম বাড়াতে শুরু করেন।

শেষ পর্যন্ত মসজিদ কমিটির কোষাধ্যক্ষ ইদ্রিস মিয়া ১২ হাজার টাকা পর্যন্ত দাম বাড়ান। এরপর স্থানীয় ফ্রিল্যান্সার মনিরুজ্জামান দুর্জয় ১৩ হাজার টাকায় দুধটি কিনে নেন। পরে তিনি দুধটি একজন গরিব মানুষকে দান করেন।

এ বিষয়ে আল-হোসাইনিয়া জামে মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম জহুরী বলেন, “ভালো কাজে প্রতিযোগিতা করার নির্দেশ ইসলামে রয়েছে। মসজিদের জিনিস ক্রয় করলে আল্লাহর বরকত মেলে। এই নিলামের অর্থ মসজিদের উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে।”

 

তথ্যসূত্র: কালের কণ্ঠ

advertisement image

Leave Your Comments