নারায়ণগঞ্জ সংবাদদাতা:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১০ বছর বয়সী এক মাদরাসা শিক্ষার্থীকে
বলাৎকারের অভিযোগে মো. হোসেন (২২) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার
(১৮ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আধুরিয়া ইসলামিয়া তাহফিজুল
কোরআন মাদরাসায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত হোসেন কুমিল্লার হোমনা থানার বাসিন্দা। স্থানীয়
সূত্র জানায়, তার বিরুদ্ধে পূর্বেও আরও দুই শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ রয়েছে।
স্থানীয়রা জানান, শনিবার সকালে হোসেন মাদরাসার ১০ বছর বয়সী
এক শিক্ষার্থীকে বলাৎকার করেন। পরে সন্ধ্যায় শিশুটি ঘটনাটি তার পরিবারকে জানায়। খবর
পেয়ে এলাকাবাসী মাদরাসায় প্রবেশ করে অভিযুক্ত শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন।
এসময় মাদরাসার সুপারিনটেনডেন্ট সাইফুল ইসলাম ঘটনাটি ধামাচাপা
দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। পরে এলাকাবাসী জানতে পারেন, গত দুই মাসে আরও
দুই শিক্ষার্থীকে বলাৎকার করেছেন ওই শিক্ষক। ক্ষুব্ধ জনতা গণপিটুনি দিয়ে হোসেনকে রূপগঞ্জ
থানা পুলিশের হাতে সোপর্দ করে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। রূপগঞ্জ থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, “ঘটনার সত্যতা পাওয়া গেছে। হোসেনকে
গ্রেপ্তার করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ চলছে।”