নিজস্ব সংবাদদাতা:
সাগর-রুনি হত্যা মামলাসহ সব সাংবাদিক হত্যার দ্রুত বিচার,
নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন এবং চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের
দাবিতে ২১ দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে সাংবাদিক সমাজ।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) উদ্যোগে
আগামী শনিবার (১ নভেম্বর) সারা দেশে একযোগে এই কর্মসূচি পালিত হবে।
কেন্দ্রীয়ভাবে রাজধানী ঢাকায় সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের
সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে)
যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ।
সমাবেশে বিএফইউজে ও ডিইউজের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমের
সাংবাদিকরা অংশ নেবেন।
তারা সংবাদকর্মীদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করা, সাংবাদিক
নির্যাতনের বিচার, ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং সাংবাদিকতার স্বাধীনতা সুরক্ষার দাবিতে
বক্তব্য রাখবেন।
বিএফইউজে নেতারা জানিয়েছেন,
“দীর্ঘদিন ধরে সাংবাদিকদের ন্যায্য দাবি উপেক্ষিত হচ্ছে।
আমরা শান্তিপূর্ণ উপায়ে দাবি আদায়ের জন্য এই কর্মসূচি ঘোষণা করেছি। সাংবাদিক হত্যা
ও নির্যাতনের বিচার না হওয়া গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি।”
উল্লেখ্য, দেশে সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনার বিচার
না হওয়া, ওয়েজ বোর্ড বাস্তবায়নে গড়িমসি এবং চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহাল না হওয়ায়
সাংবাদিক সমাজের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।