৪০০ লিটার মদ সহ সেনাবাহিনীর হাতে আটক

Date: 2025-09-24
news-banner

পটিয়া সংবাদদাতা:

মহানগরী চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই নম্বর ওয়ার্ডে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ জব্দ হয়েছে। এসময় অবৈধ মদ কারবারের সঙ্গে জড়িত জাফর আহমেদ (৬৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

SpZP0cY.jpeg

পটিয়া সেনা ক্যাম্প জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ক্যাপ্টেন শাকিবের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে ৪০০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

dOOrEvM.jpeg

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাদক কারবারি জাফর আহমেদ অবৈধ মদ কারবারে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পরবর্তী সময় সেনাবাহিনী তাকে উদ্ধার হওয়া মদসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পটিয়া থানার অফিসার ইনাচার্জ (ওসি) নুরুজ্জামান বলেন, ‘সেনা অভিযানে এক চিহ্নিত মাদক কারবারিকে বিপুল পরিমাণ চোলাই মদসহ আটক হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে।


Leave Your Comments