অনলাইন ডেক্স:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের
মধ্যে বিনামূল্যে পাঁচ হাজার কপি পবিত্র কোরআন বিতরণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী
ছাত্রশিবির। সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টা থেকে দিনব্যাপী বুদ্ধিজীবী চত্বরে এ কার্যক্রম
অনুষ্ঠিত হয়।
কোরআন বিতরণ কর্মসূচিতে শিক্ষার্থীদের
মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়। কেউ নিয়েছেন নিজের পড়ার জন্য, আবার কেউ বন্ধু বা
পরিবারের সদস্যের জন্য কোরআন সংগ্রহ করেছেন।
যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী
সানজিদা ফারিয়া বলেন, ‘ছাত্রশিবিরের এ ধরনের কার্যক্রম একটি ব্যতিক্রমী উদ্যোগ। বিশ্ববিদ্যালয়ে
আসার পর পারিপার্শ্বিক অবস্থার কারণে আমরা অনেক সময় ধর্মীয় চর্চা থেকে দূরে সরে যাই।
এ উদ্যোগের মাধ্যমে আমরা আমাদের ধর্মীয় সংস্কৃতি ও অনুশাসনের দিকে ফিরে আসতে পারব।’
মোহাম্মদ রাশেদ নামে এক শিক্ষার্থী
বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীর মোবাইলে কোরআন অ্যাপ থাকলেও সময়ের অভাবে পড়া
হয়ে ওঠে না। আবার কারো টেবিলে কোরআন থাকলেও নিয়মিত পাঠ করা হয় না। এই কোরআনটি এমনভাবে
ছাপানো হয়েছে যাতে আরবি ও বাংলা উভয় ভাষায় সাবলীলভাবে পাঠ করা যায়। আমি শুধু নিজের
জন্য নয়, আমার বন্ধুর জন্যও একটি কোরআন নিয়েছি।’
বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের
সভাপতি মোহাম্মদ আলী বলেন, ‘মূলত এ প্রোগ্রামটি গত ১৫ সেপ্টেম্বর আয়োজনের কথা থাকলেও
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের আশঙ্কায় তা স্থগিত করা হয়। আজ আমাদের লক্ষ্য ছিল পাঁচ হাজার
কোরআন বিতরণ করা। দুই ঘণ্টার মধ্যেই এক হাজার কোরআন বিতরণ সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীদের
আগ্রহ আমাদের অনুপ্রাণিত করছে। ভবিষ্যতেও এমন উদ্যোগ আমরা অব্যাহত রাখব।’
তিনি আরও জানান, ‘আগামীকাল বিশ্ববিদ্যালয়ের
শহীদ মিনার ও জিরো পয়েন্টে পানির ফিল্টার স্থাপন করা হবে, যাতে শিক্ষার্থীরা বিশুদ্ধ
পানি পান করতে পারেন।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়
শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ, ছাত্রী সংস্থার সদস্য ও সদ্য চাকসু
নির্বাচিত ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক নাহিমা আক্তার দ্বীপাসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।