আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ — মামুনুল হক

Date: 2025-10-13
news-banner

অনলাইন ডেস্ক:

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, “আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।” শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের শাপলা চত্বরে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন।

৭২-এর ধারায় ফেরার পাঁয়তারা করলে রাজপথে মোকাবেলা

মামুনুল হক বলেন,

“ইসলামপন্থীদের ত্যাগ, কোরবানি ও তাদের ওপর জুলুম-নির্যাতনের ইতিহাস মুছে ফেলে আবার যদি কেউ ’৭২-এর ধারায় ফিরিয়ে নেওয়ার পাঁয়তারা করে, তাহলে রাজপথে তার মোকাবেলা করতে হবে।”

তিনি আরও বলেন, বিগত ফ্যাসিবাদী আমলে দেশের ধর্মপ্রাণ মুসলমান, বিশেষ করে ইসলামী সংগঠনের নেতাকর্মীরা সবচেয়ে বেশি অন্যায় ও জুলুমের শিকার হয়েছেন।

 ‘ইসলামী রাষ্ট্রকামী জনতা রক্ত দিয়েছে বিপ্লবে’

মামুনুল হক বলেন,

“’২৪-এর গণ-অভ্যুত্থান ও বিপ্লবে ইসলামী সংগঠনের নেতাকর্মীরা বিপুলভাবে অংশ নিয়েছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। তাদের শাহাদাতের বিনিময়ে বিপ্লব সফলতা লাভ করেছে।”

তিনি নেতাকর্মীদের উদ্দেশে আহ্বান জানান,

“প্রতিটি পাড়ায়-মহল্লায় ইসলামের বাংলাদেশ গড়ে তুলতে হবে।”

পথসভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম।
সঞ্চালনা করেন আল আমীন বিন আমজাদ।
এছাড়া বক্তব্য দেন খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নেতা এস এম নাজিব, মুফতি নুরুল্লাহ, মুফতি আবরারুল হক আল মাদানি প্রমুখ।

পথসভা শেষে আল্লামা মামুনুল হক বিরামপুর পাইলট উচ্চবিদ্যালয় মাঠে একটি সমাবেশেও বক্তব্য দেন।


advertisement image

Leave Your Comments