আইনের ব্যত্যয় হলেও শেখ হাসিনা ইন্টারভিউ নেবেন: সাংবাদিক খালেদ মুহিউদ্দীন

Date: 2025-10-26
news-banner

অনলাইন ডেক্স:

সাংবাদিক খালেদ মুহিউদ্দীন বলেছেন, যদি সাবেক বা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ইন্টারভিউ দিতে চান- “আইনের ব্যত্যয়” ঘটলেও তিনি সেই ইন্টারভিউ নেবেন। সম্প্রতি এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

খালেদ বলেন, তিনি আইন লঙ্ঘন করতে চান না এবং আইনের সীমার বাইরে কোনো বেআইনি কাজ করবেন না বলে আগেই জানিয়েছিলেন। তবুও তিনি জানান, তিনি আইনের মধ্যে এমন একটা জায়গা আবিষ্কার করেছেন যেখানে দেখা হবে যে কোনো ঘটনাকে টেলিভিশন বা সংবাদমাধ্যমে উপস্থাপন করলে কোনো ভিকটিমের পূর্বের ট্রোমা বাড়তে পারে—এ ক্ষেত্রে সেটি বেআইনি হবে। তিনি বলেন, “এটা বাংলাদেশের আইনেও বেআইনি, আমেরিকার আইনেও বেআইনি।”

আলোচনাসভার অংশগ্রহণকারীদের বক্তব্য সাপেক্ষে খালেদ বলেন, অনেকে তাকে যুক্তি দিয়েছেন যে আমেরিকার টিভিতে নিষিদ্ধ ব্যক্তিদের ইন্টারভিউ প্রকাশ হয় না; কিন্তু তার দাবি, কেউ তাকে কোনো একটি উদাহরণ দেখাতে পারেনি যেখানেই নিষিদ্ধ কারো ইন্টারভিউ মার্কিন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

তবে কড়া টোনে তিনি পুনর্ব্যক্ত করেন যে তিনি মৌলিকভাবে বেআইনি কিছুর সঙ্গে জড়াতে আগ্রহী নন। পাশাপাশি কার্যত তিনি জানান, যদি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাৎকার দিতে ইচ্ছুক হন-“এটা যদি আইনে কভার না-ও করে তাহলেও” তিনি ইন্টারভিউ নেবেন।

 

(তথ্য সূত্র: কালের কন্ঠ)

advertisement image

Leave Your Comments