আল্লাহর সর্বপ্রথম সৃষ্টি: কলম, আরশ নাকি পানি?

Date: 2025-10-18
news-banner
উমর ফারুক

ইসলামিক ঐতিহ্যে আল্লাহর প্রথম সৃষ্টির বিষয়টি নিয়ে বিভিন্ন মত রয়েছে। কিছু পণ্ডিত ও হাদিসের আলোকে দেখা যায়, প্রধানত তিনটি মত প্রচলিত।

প্রথম মত: আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন ‘কলম’। আল্লামা তাবারি ও ইবনুল জাওজির মতানুসারে, আল্লাহ কলমকে আদেশ দেন ‘লেখো’, এবং কলম ভবিষ্যতের সব ঘটনা লিখে ফেলেছিল। (সুনানে আবু দাউদ, ৪৭০০; সুনানে তিরমিজি, ২১৫৬)

দ্বিতীয় মত: অন্যদিকে অনেক পণ্ডিতের মতে আল্লাহর প্রথম সৃষ্টি ছিল ‘আরশ’ (সিংহাসন)। সহিহ বুখারি ও তিরমিজির হাদিসে বর্ণিত, আল্লাহ সৃষ্টির আগে আরশ পানির ওপর স্থাপন করেছিলেন এবং তিনি সেই আরশে প্রতিষ্ঠিত ছিলেন। (সহিহ বুখারি, ৭৪১৮; সুনানে তিরমিজি, ৩১০৯)

তৃতীয় মত: আরও এক দল মনে করেন আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন ‘পানি’। নবী করিম (সা.) বলেছেন, “সব কিছুই পানির মাধ্যমে সৃষ্টি করা হয়েছে।” (মুসনাদে আহমাদ, ৭৯১৯) কোরআনেও উল্লেখ আছে, আল্লাহর আরশ পানির ওপর ছিল। (সুরা হুদ, আয়াত ৭)

এই তিন মত একে অপরের পরিপূরক, যেখানে আরশ আল্লাহর মহিমার প্রতীক, পানি জীবনধারার ভিত্তি এবং কলম তাকদির লেখার মাধ্যম। ফলে, সৃষ্টির এই ধারাবাহিকতা আল্লাহর অসীম জ্ঞান ও পরিকল্পনার প্রতিফলন।

Leave Your Comments