অনলাইন ডেক্স: 
হঠাৎ করেই ফেসবুকে ছড়িয়ে পড়েছে একটি অদ্ভুত ফটো কার্ড— শিরোনাম, ‘নিজের অবস্থান সম্পর্কে জানুন’। কার্ডটিতে একটি তালিকা দেওয়া আছে, যেখানে আয়ের পরিমাণ অনুযায়ী মানুষকে ১৩টি শ্রেণিতে ভাগ করা হয়েছে— মিসকিন থেকে শুরু করে
রাজ পরিবার পর্যন্ত।
ফটো
কার্ডটির তালিকা অনুযায়ী শ্রেণিবিন্যাসটি এমন:
১. মিসকিন: ০–৫ হাজার
টাকা
২. হতদরিদ্র: ৫–১২ হাজার
টাকা
৩. দরিদ্র: ১২–২০ হাজার
টাকা
৪. নিম্নবিত্ত: ২০–৫০ হাজার
টাকা
৫. নিম্নমধ্যবিত্ত: ৫০–৮০ হাজার
টাকা
৬. মধ্যবিত্ত: ৮০ হাজার–২
লাখ টাকা
৭. উচ্চবিত্ত: ২–১০ লাখ
টাকা
৮. ধনী: ১০ লাখ–১
কোটি টাকা
৯. বিজনেস ম্যাগনেট: ১–৫০ কোটি
টাকা
১০. শিল্পপতি: ৫০–২০০ কোটি
টাকা
১১. টাইকুন: ২০০–১,০০০ কোটি
টাকা
১২. রাজ পরিবার: ১,০০০ কোটি–১০,০০০ কোটি
টাকা
 
ফটো
কার্ডটি বর্তমানে ফেসবুকে ব্যাপকভাবে শেয়ার হচ্ছে। অনেকে মজার ছলে নিজের অবস্থান লিখে পোস্ট দিচ্ছেন, কেউবা সমাজে বৈষম্য নিয়ে তীব্র মন্তব্য করছেন।
সামাজিক
যোগাযোগমাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন— এই শ্রেণিবিন্যাসের কোনো অর্থনৈতিক
ভিত্তি আছে কি না। কেউ
কেউ বলছেন, এটি নিছক হাস্যরস হলেও, আয়ের এই তালিকা আমাদের
সমাজের বৈষম্য ও বাস্তব চিত্রের
প্রতিফলন ঘটায়।
বিশেষজ্ঞদের
মতে, দেশে আয়ের বৈষম্য নিয়ে যেভাবে আলোচনা চলছে, এই ধরনের সোশ্যাল
মিডিয়া কনটেন্ট মানুষের মনস্তত্ত্ব ও বাস্তবতার ফারাককেই
চোখে আনে।