আসছে শীতে গিজার ব্যবহারে সচেতন হওয়া

Date: 2025-11-05
news-banner

স্বাস্থ্য ডেস্ক:

শীতকাল প্রায় এসে গেছে। এই সময়ে ঘরে ঘরে গিজারের ব্যবহার হঠাৎ বেড়ে যায়। কিন্তু সারা বছর বন্ধ থাকা গিজার হঠাৎ চালিয়ে দিলে তা ঠিকভাবে কাজ নাও করতে পারে। এতে পানি গরম হতে দেরি হওয়া, বিদ্যুৎ বিল বেড়ে যাওয়া এমনকি শর্টসার্কিট বা বিস্ফোরণের মতো প্রাণঘাতী দুর্ঘটনাও ঘটতে পারে।

তাই শীতের শুরুতেই গিজারের সঠিক রক্ষণাবেক্ষণ ও সার্ভিসিং করা অত্যন্ত জরুরি। এতে শুধু যন্ত্রের আয়ু বাড়ে না, বিদ্যুৎও সাশ্রয় হয় এবং পরিবারের নিরাপত্তাও নিশ্চিত হয়।

দেখে নেওয়া যাক গিজার চালুর আগে কী কী বিষয় খেয়াল রাখা উচিত-

 হিটিং এলিমেন্ট পরীক্ষা করুন-

গিজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো হিটিং এলিমেন্ট, যা পানি গরম করে। দীর্ঘদিন ব্যবহার না হলে এটি ক্ষয়ে যেতে পারে বা নষ্ট হতে পারে। গিজার চালু করে কয়েক মিনিট পর পানি যথেষ্ট গরম হচ্ছে কি না দেখে নিন। যদি পানি গরম হতে সময় লাগে, তবে হিটিং এলিমেন্ট পরিবর্তন করা প্রয়োজন হতে পারে।

ট্যাংকের সেডিমেন্ট পরিষ্কার করুন-

গিজারের ট্যাংকে সময়ের সঙ্গে সঙ্গে খনিজ পদার্থ ও সেডিমেন্ট জমে যায়, যা তাপ উৎপাদন কমিয়ে দেয়। গিজারের ভেতরের পানি সম্পূর্ণ বের করে ট্যাংক ভালোভাবে ধুয়ে পরিষ্কার করুন। এতে গিজার দ্রুত পানি গরম করবে এবং বিদ্যুৎ খরচও কমবে।

পানির চাপ পরীক্ষা করুন-

অতিরিক্ত পানির চাপ (ধিঃবৎ ঢ়ৎবংংঁৎব) গিজারের যন্ত্রাংশের ক্ষতি করতে পারে। যদি চাপ বেশি হয়, তাহলে প্রেসার রিলিফ ভালভ ব্যবহার করুন। নিজে না জানলে অবশ্যই পেশাদার মিস্ত্রির সাহায্য নিন।

 থার্মোস্ট্যাট চেক করুন-

পানি অতিরিক্ত গরম বা ঠান্ডা হলে বুঝবেন থার্মোস্ট্যাটে সমস্যা আছে। ইউজার ম্যানুয়াল অনুযায়ী তাপমাত্রা ঠিক করুন, না হলে টেকনিশিয়ানের সাহায্য নিন।

পাইপ ও ভালভে লিকেজ আছে কি না দেখুন-

গিজারের পাইপ ও ভালভে ফাটল বা লিকেজ থাকলে তা থেকে পানি পড়তে পারে এবং শর্টসার্কিটের আশঙ্কা তৈরি হয়। ব্যবহার শুরুর আগে সব সংযোগ ঠিক আছে কি না তা পরীক্ষা করুন।

 যখন মিস্ত্রি ডাকবেন-

নিচের যেকোনো সমস্যা দেখা দিলে দেরি না করে পেশাদার মিস্ত্রি ডাকুন—

গিজার থেকে অদ্ভুত শব্দ হলে

পানি গরম হতে সময় বেশি নিলে

ভেতরে সেডিমেন্ট বেশি জমে গেলে

কোনো অংশে লিক বা বৈদ্যুতিক সমস্যা দেখা দিলে

শীত শেষে গিজার বন্ধ করার সময় করণীয়

শীতের শেষে শুধু সুইচ বন্ধ করলেই হবে না-

প্রথমে গিজারের বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বন্ধ করুন।

ট্যাংকের সব পানি ফেলে দিন।

বাইরের অংশ শুকনো কাপড়ে পরিষ্কার করে ঢেকে রাখুন।

এভাবে রাখলে গিজারে মরচে বা ছাঁচ পড়বে না এবং এটি ধুলাবালি ও আর্দ্রতা থেকেও সুরক্ষিত থাকবে।

সঠিক রক্ষণাবেক্ষণ ও সময়মতো সার্ভিসিং করলে গিজার শুধু দীর্ঘদিন ভালো থাকবে না, বরং বিদ্যুৎ খরচও অনেক কমাবে।

 

সূত্র: দ্য ওয়াল

Leave Your Comments