আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত সবাই ক্ষমতাকেন্দ্রিক দল-গোলাম মাওলা রনি

Date: 2025-10-31
news-banner

নিজস্ব সংবাদদাতা:

সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতাই সবকিছুর কেন্দ্রবিন্দু। আওয়ামী লীগ, বিএনপি কিংবা জামায়াত—সব দলই মূলত ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি করে থাকে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বক্তব্যে তিনি বলেন,

“আমাদের দেশে আওয়ামী লীগ, জামায়াত, বিএনপি—সবাই ক্ষমতাকেন্দ্রিক। ক্ষমতা যার হাতে থাকে, তাকেই মানুষ তোয়াজ করে, তদবির করে।”

রনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় যাদের কথায় ‘বাঘে-মহিষে এক ঘাটে পানি খেত’, ক্ষমতা হারানোর পর সেই ব্যক্তিরাই দলের বাইরে এসে সালমান রুশদিতে পরিণত হন।

আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন,

“আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে যেসব লোক ক্ষমতাধর ছিলেন—তারা অপরাধী বা দুষ্ট ছিলেন না, অন্যায়ের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা নেই। কিন্তু ক্ষমতার কাছাকাছি দ্রুত ওঠার কারণে দলটির ভেতরে ঈর্ষাপরায়ণ একটি গ্রুপ তৈরি হয়েছে, যারা পেছনে থেকে সমালোচনা করে।”

তিনি আরও যোগ করেন,

“সাধারণ মানুষ ওবায়দুল কাদের বা আওয়ামী লীগকে যত গালাগাল বা অপছন্দ করত, তার কোটি গুণ বেশি করত সুভাষ সিং রায় ও মোহাম্মদ এ আরাফাতকে। এটাই হলো বাস্তবতা।”

রাজনৈতিক মহলে গোলাম মাওলা রনির এই বক্তব্যকে অনেকেই দেশের মূলধারার রাজনীতির বাস্তব চিত্র তুলে ধরার সাহসী অভিব্যক্তি হিসেবে দেখছেন।

তথ্য সূত্র: কালেরকন্ঠ

advertisement image

Leave Your Comments