বাগেরহাটে দূর্যোগে ঝুঁকি মোকাবেলায় উদ্বোধন

Date: 2025-10-27
news-banner
বাগেরহাট সংবাদাতা :
উপকূলীয় জনগোষ্ঠীর দূর্যোগ ঝুঁকি মোকাবেলায় বাগেরহাট মোড়েলগঞ্জে দ্বিতল ভবনের সাইক্লোন শেল্টার উদ্ধোধন করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার পাশিয়া গ্রামে এ সাইক্লোন শেল্টারের উদ্ধোধন করা হয়। জার্মান দাতাসংস্থার অর্থায়ানে সিসিডিবি দ্বিতল ভবনের  এই সাইক্লোন শেল্টার নির্মান করে। অত্যাধুনিক এ ভবনের উদ্ধোধন করেন বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। জার্মান এ্যমবাসির ডেপুটি হেড অফ কো-অপারেশন বাইটঃ জেনিস হুসেইন, সিসিডিবি'র প্রধান নির্বাহী জুলিয়েট কেয়া মালাকার, মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার-হাবিবুল্লাহ ও এএসডির নির্বাহী পরিচালক এম.এ. করিম অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এ সময় বক্তরা বলেন, প্রকল্পটি উপকূলীয় জনগোষ্ঠীর দূর্যোগ ঝুঁকি হ্রাস করে জীবনমান উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। বিগত ৫২ বছরের পথচলায় সারাদেশে এমন অর্ধশত সাইক্লোন শেল্টার নির্মাণ করেছে সিসিডিবি। 

Leave Your Comments