বাউফল পটুয়াখালী সংবাদদাতা :
পটুয়াখালী বাউফলে জলবায়ু পরিবর্তনের
ফলে স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবেলা প্রতিরোধ বিষয়ক অবহিতকরণ সহ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার
(২১) অক্টোবর দুপুর ১২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত
হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা
কর্মকর্তা  আব্দুর রউফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত
ছিলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক আলমগীর হোসেন, ডা. নুরজাহান ও বাউফল
উপজেলা জামায়াতে আমীর মাওলানা ইসাহাক।
সভায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে
নবজাতক শিশু ও প্রবীণদের সুরক্ষার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষার্থে করনীয় আলোচনা
হয়।