একাধিকবার আবেদন করেও মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানের ভিসা পাননি নারায়ণগঞ্জের নাদির হোসেন। শেষবার তিন সপ্তাহ অপেক্ষা করেও তিনি ভিসা না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গত সোমবার (২২ সেপ্টেম্বর) হতাশার কথা লিখে পোস্ট করেন। 
তাজিকিস্তানের ভিসা একসময় পাওয়া সহজ ছিল বলে তিনি লিখেন, ‘আজ আমি তাজিকিস্তানের ই-ভিসার জন্য রিজেক্ট হয়েছি। এই ভিসাটিকে সাধারণত বাংলাদেশের পাসপোর্টধারীদের জন্য সবচেয়ে সহজ ভিসাগুলোর একটি।
নাদিরের মতো বাংলাদেশের বেশির ভাগ ভ্রমণপিপাসু, শিক্ষার্থী ও বিদেশ গমনেচ্ছু কর্মীদের মধ্যে বিভিন্ন দেশের ভিসা না পাওয়া নিয়ে একই ধরনের হতাশা সৃষ্টি হয়েছে। বেশ কিছুদিন ধরে তাঁরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁদের হতাশার কথা তুলে ধরছেন। বিভিন্ন পর্যায়ের এই ব্যক্তিদের হতাশা থেকে জানা যায়,  দুই-আড়াই বছর ধরে সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বাংলাদেশিরা ভিসা পেতে জটিলতায় পড়ছেন। দিনের পর দিন বাড়ছে এই জটিলতা।
সম্প্রতি বছরে বাংলাদেশিদের ভিসা আবেদন প্রত্যাখ্যান হওয়ার হারও বাড়ছে। এতে ভোগান্তির শিকার হচ্ছেন বিদেশ গমনেচ্ছুসহ ট্রাভেল এজেন্সির ব্যবসায়ীরাও।  
জানা গেছে, বাংলাদেশিদের জন্য মূলত দুই ধরনের ভিসা জটিলতা তৈরি হয়েছে। এর একটি ভ্রমণ ভিসা, অন্যটি কর্মী ভিসা। বর্তমানে অনেক দেশ ভ্রমণ ভিসা ইস্যু করায় অতিমাত্রায় কড়াকড়ি আরোপ করেছে। অতিরিক্ত যাচাই-বাছাই শেষে যে সংখ্যক ভিসা ইস্যু করা হচ্ছে তা খুবই নগণ্য। 
এজেন্সি ব্যবসায়ীরা বলছেন, অনেক দেশ বর্তমানে ভিসা রেশিও কমিয়ে দিয়েছে। এর প্রধান কারণ, ভুয়া কাগজপত্র দিয়ে ভিসার আবেদন করা, ভিসা পাওয়ার পর সে দেশে অতিরিক্ত অবস্থান করা এবং তৃতীয় কোনো দেশে চলে যাওয়া। 
সম্প্রতি মধ্যপ্রাচ্যের অনেক দেশে অনানুষ্ঠানিক ভিসা বন্ধ রয়েছে। এ ছাড়া মালয়েশিয়াসহ যেসব দেশে কর্মী পাঠানো যেত সেই দেশগুলোতেও জটিলতা বেড়েছে। অনেক ক্ষেত্রে ভিসা পাওয়ার পর প্রত্যাশিত দেশে পৌঁছানোর পর সে দেশ থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। এসব কারণে এজেন্সি ব্যবসায় ধস নেমেছে। 
এজেন্সি সংগঠন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) সভাপতি আব্দুস সালাম আরেফ বলেন, ‘এটা আসলে আমাদের দেশের অভ্যন্তরীণ অবস্থা, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি সব মিলিয়ে তৈরি হয়েছে। এ ছাড়া রাজনৈতিক নেতাকর্মীদের বিভিন্ন দেশে গিয়ে পালিয়ে যাওয়া, ভ্রমণ ভিসায় গিয়ে দীর্ঘদিন অবস্থান করার কারণে মূলত ভিসা জটিলতা বৃদ্ধি পাচ্ছে।’ ইউরোপের ভিসা আগেও কম দিত। ২০২৪ সালের আগে ইউরোপের ভিসা কিছুটা বাড়লেও পরে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়ায় তারা ভিসা আবেদন নেওয়া কমিয়ে দেয়। টুকটাক যা