বাউফলে পূবালী ব্যাংকের ৫ম বর্ষপূর্তী উদযাপন

Date: 2025-10-28
news-banner

বাউফল পটুয়াখালী সংবাদদাতা:

দেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক ব্যাংক পূবালী ব্যাংক পিএলসি-এর যাত্রা শুরু হয় ১৯৫৯ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে "ইস্ট পাকিস্তান ব্যাংক লিমিটেড" নামে। স্বাধীনতার পর ১৯৭২ সালে এটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে পূবালী ব্যাংক নামে আত্মপ্রকাশ করে। পরবর্তীতে ১৯৮৩ সালে ব্যাংকটি বেসরকারীকরণ করা হয় এবং পূবালী ব্যাংক লিমিটেড নামে কার্যক্রম চালু করে।

বর্তমানে পূবালী ব্যাংক বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে ৪৮০টিরও বেশি শাখা ও হাজারো কর্মকর্তা-কর্মচারীর মাধ্যমে সারা দেশে ব্যাংকিং সেবা দিয়ে আসছে। ব্যাংকটির মূলনীতি হলো-“সেবাই সফলতা” এবং গ্রাহকদের আস্থা অর্জনই এর প্রধান লক্ষ্য।

পটুয়াখালীর বাউফল উপজেলার বাজার রোডের ওয়াদুদ মিঞা প্যালেসে অবস্থিত পূবালী ব্যাংক পিএলসি, বাউফল শাখা মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) তারিখে উদযাপন করেছে প্রতিষ্ঠার ৫ম বর্ষপূর্তি। ২০২০ সালের ২৮ অক্টোবর আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করা হয়।

শাখাটির প্রথম ব্যবস্থাপক (ম্যানেজার) হিসেবে দায়িত্ব পালন করেন মো. সোহরাব হোসেন, বর্তমানে শাখাটির ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছেন টি. এম. মনিরুজ্জামান।

প্রতিষ্ঠার পর থেকে শাখাটি ধারাবাহিকভাবে গ্রাহকসেবা, আমানত বৃদ্ধি এবং ঋণ বিতরণে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। উপশাখা হিসাবে পূবালী ব্যাংকের পয়েন্ট তালিকায় শীর্ষস্থান অধিকার করে বাউফল শাখা চারবার পুরস্কার অর্জন করেছে।

এছাড়া ম্যানেজার  টি. এম. মনিরুজ্জামান দেশের সর্বোচ্চ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে বাংলাদেশের সেরা ম্যানেজার নির্বাচিত হয়েছেন—এটি তার দ্বিতীয় অর্জন। এই সম্মাননা প্রদান করা হয় পূবালী ব্যাংক পিএলসি-র কেন্দ্রীয় কার্যালয়, ঢাকা থেকে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে।

৫ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. সবুজ, বস্ত্র কল্যাণ সমিতির সভাপতি ও সাংবাদিক গোলাম মস্তফা, কালাইয়া শাখার ব্যবস্থাপক,মো. জহিরুল ইসলাম  ও ভবন মালিক কর্তৃপক্ষ মাইটিভি সাংবাদিক মো. অহিদুজ্জামান ডিউক। এছাড়াও ব্যাংক কর্মকর্তা শাহীন হোসেন, জিয়া আনসারী, জহিরুল ইসলাম ও হান্নান খানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজিত বর্ষপূর্তী অনুষ্ঠানে বক্তারা পূবালী ব্যাংকের সাফল্য ও জনগণের আস্থা অর্জনে এর ভূমিকার প্রশংসা করেন এবং আগামীর পথচলায় আরও উন্নতির প্রত্যাশা ব্যক্ত করেন।

Leave Your Comments