বাউফলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণ

Date: 2025-10-23
news-banner

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের কউখালী এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। অভিযোগে স্থানীয় ভূমিদস্যু মো. জলিল সিকদারসহ একটি সংঘবদ্ধ চক্রের নাম উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এই ঘটনায় ক্ষতিগ্রস্ত জমির মালিক মো. জাকির সিকদার বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, জাকির সিকদারের পৈতৃক সম্পত্তিতে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও একই এলাকার হালিম সিকদারের তিন ছেলে-জলিল সিকদার, খলিল সিকদার ও নজরুল সিকদারসহ একটি সংঘবদ্ধ দল বৃহস্পতিবার রাতে জোরপূর্বক ওই জমিতে স্থাপনা নির্মাণ শুরু করে। এ সময় তারা জমিতে লাগানো সাইনবোর্ড উপড়ে ফেলে এবং জাকির সিকদারকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়।

ভুক্তভোগী জাকির সিকদার জানান, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রতিপক্ষরা দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এতে তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

অভিযুক্ত জলিল সিকদার অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, “সাইনবোর্ডটি খুলে ফেলা হয়েছে। কোর্ট তো আমাকে সাইনবোর্ড লাগাতে বলেনি, তাই খুলে ফেলেছি।”

বাউফল থানার ডিউটি অফিসার এসআই মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

advertisement image

Leave Your Comments