বাউফলে বিষ প্রয়োগে ৫লক্ষ টাকার মাছ নিধন

Date: 2025-10-26
news-banner
বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:
পটুয়াখালী বাউফলে ৫ লক্ষ টাকার বিভিন্ন প্রজাতির মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। রবিবার (২৬ অক্টোবর) সকাল ৫ টায় কাছিপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড শহীদ জালাল এলাকায় এ ঘটনা ঘটে। 
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে কাছিপাড়া ইউনিয়নের ছত্রকান্দা এলাকায় আব্দুল লতিফ খানের লীজ নেয়া ৩ টি পুকুরে ফজরের আযানের মুহুর্তে বিষ প্রয়োগ করে বাড়ির মোঃ মিরাজ হাওলাদার (৩০) মোঃ আব্বাস হাওলাদার (৩৭) মোঃ মিজানুর হাওলাদার  (৩৯) মোঃ মাসুদ হাওলাদার (৪২) ও মোঃ শামীম হাওলাদার (১৯)। ওই সময় স্থানীয় মুয়াজ্জিন দেখে ফেললে তারা দৌড়ে পালিয়ে যায়।
এর আগে মসজিদের টাকা চুরিরও অভিযোগ উঠে মিরাজ ও আব্বাস গংদের বিরুদ্ধে। পূর্ব বিরোধের কারণে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলেন দাবী লতীফ খানের।পুকুরের মালিক আব্দুল লতিফ বলেন, দার-দেনাকৃত সমস্ত টাকা পয়সা এই লিজ নেওয়া পুকুরে মাছের খাবারের কাজে লাগান। সেই পুকুরের মাছে বিষ প্রয়োগের কারনে তিনি পথে বসে গেছেন।
অভিযুক্ত মিরাজ জানান, পূর্ব বিরোধের জেরে তারা আমাদের নাম বলছেন। আমাদেরকে ফাঁসাতে কেউ এ কাজ করতে পারে।
উপজেলা মৎস্য কর্মকর্তা পারভেজ মিয়া বলেন, ঘটনাটি দু:খজনক। আমাদের অফিসার সরেজমিনে যাবেন। 
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আকতারুজ্জামান সরকার বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইন অনুযায়ী ব্যাবস্থা নেয়া হবে। 
advertisement image

Leave Your Comments