বাউফলে বিশ্ব হাত ধোঁয়া দিবস পালিত

Date: 2025-10-15
news-banner

বাউফল পটুয়াখালী সংবাদদাতা :

পটুয়াখালী বাউফলে র্যালী আলোচনা ও হাত ধোঁয়া প্রদর্শনীর মাধ্যমে বিশ্ব হাত ধোয়া দিবস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে ইউএনও আমিনুল ইসলামের নেতৃত্বে একটি র্যালী বেড় হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা শুরু হয়।

উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে- সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোস্তফা মাইদুল মোরশেদ মুরাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশল মাকসুদুর রহমান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ স্থানীয় সংবাদকর্মীরা।

এছাড়া ব্রাক ওয়াশ এর  ডেপুটি ম্যানেজার হাসান তালুকদার, সিনিয়র মনিটরিং অফিসার বিপ্লব কুমার মন্ডল, কর্মসূচি সংগঠক মেহেদী হাসান ও টেকনিক্যাল অফিসার রাবেয়া আক্তার উপস্থিত ছিলেন। 

 


advertisement image

Leave Your Comments