সাইফুল ইসলাম, বাউফল থেকে-
"সাম্য ও সমতায় দেশ গড়ব" প্রতিপাদ্যকে
নিয়ে পটুয়াখালী বাউফলে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ
চত্বরে জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলন মধ্য দিয়ে এ কর্মসূচী শুরু হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার আামিনুল ইসলাম নেতৃত্বে
একটি র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে
আলোচনা সভা শুরু হয়।
উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে আয়োজিত আলোচনা
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা
নির্বাহী অফিসার মো: আমিনুল ইসলাম। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমবায়
কর্মকর্তা ফেরদৌস মো: হানিফ, ইউসিসি চেয়ারম্যান
মো: রফিকুল ইসলাম, সমবায় ক্রেডিট ইউনিয়ন প্রতিনিধি
মো: করিম প্যাদা ও মো: মহি উদ্দিন।