বাউফলে জেলেদের চাল বিতরণে অনিয়ম: প্রশাসনিক কর্মকর্তাকে শোকজ

Date: 2025-10-16
news-banner
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নে জেলেদের মাঝে সরকারের মানবিক সহায়তা (ভিজিএফ) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশের পর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মাহামুদুল হাসান হিরনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশ দেওয়া হয়।
নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ৮ অক্টোবর জেলেদের মানবিক সহায়তা (ভিজিএফ) কর্মসূচির আওতায় চাল বিতরণের দায়িত্বে ছিলেন প্রশাসনিক কর্মকর্তা মাহামুদুল হাসান হিরন। সরকারি নিয়ম অনুযায়ী প্রত্যেক জেলেকে ২৫ কেজি করে চাল বিতরণের নির্দেশ থাকলেও তিনি ২০ কেজি করে চাল বিতরণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এতে আরও বলা হয়েছে, কেন তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না—সে বিষয়ে আগামী ৭ কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। অন্যথায়, তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
এদিকে চাল বিতরণে অনিয়মের অভিযোগে এলাকায় তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, এমন অনিয়মের মাধ্যমে জেলেদের প্রাপ্য অধিকার ক্ষুণ্ন হয়েছে।
এ বিষয়ে ইউএনও আমিনুল ইসলাম বলেন, বিষয়টি তদন্তাধীন, প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তাকে শোকজ করা হয়েছে, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
advertisement image

Leave Your Comments