বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:
গাছের সাথে শত্রুতা করে পটুয়াখালীর বাউফলে মোঃ লিটন
হাওলাদার(৩৫) ও মোঃ সাখাওয়াত হাওলাদার (৪০) নামে দুই কৃষকরর ১শত পেপে গাছর চারা উপরে
ফেলেছে দুর্বৃত্তরা। সোমবার (১০ নভেম্বর) গভীর রাতে কায়না গোসিংগা খালপার এলাকায় এ
ঘটনা ঘটেছে।
স্থানীয় চাষি লিটন হাওলাদার অভিযোগ করে বলেন, রাজশাহী
এলাকা থেকে অনলাইনের ক্রয় করে কুরিয়ার সার্ভিসের
মাধ্যমে ১শত পেপে গাছের চারা রোপন করে এক মাসে
একটু বড় হওয়ার পরেও গত সোমবার রাতে দুর্বৃত্তরা হানা দিয়ে উপরে ফেলে। এই কৃষি জমিতে
পেঁপে গাছ লাউ গাছে চাষে আমার ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, অভিযোগ পেলে আইন অনুযায়ী
ব্যবস্থা নেওয়া হবে।