বাউফলে মনোনয়ন পাওয়ার ঘোষনা দিয়ে আনন্দ মিছিল জনগনের সাথে প্রতারণা

Date: 2025-10-28
news-banner

বাউফল (পটুয়াখালী)সংবাদদাতা :

জেলা পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপি’র মনোনয়ন এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও, সম্ভাব্য প্রার্থী হিসেবে কেন্দ্রীয়সহ-দপ্তর সম্পাদক মো. মুনির হোসেনের নাম প্রচার করে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে।

জানা গেছে সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সূর্য্যমনি ইউনিয়নের নুরাইনপুর বাজারে ইউনিয়ন বিএনপি কার্যালয় থেকে ৫ নং সূর্যমনি ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ও বাউফল উপজেলা বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য মাহবুব জোমাদ্দারের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে উচ্ছ্বাসিত নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করে।

পরে মাহবুব জোমাদ্দার নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “আজ ঢাকায় কেন্দ্রীয় বিএনপি’র গুলশান অফিসে সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে। সেখানে আমাদের প্রিয় নেতা মো.মুনির হোসেন ভাইয়ের মনোনয়ন নিশ্চিত হয়েছে বলে আমরা আনন্দ প্রকাশ করছি।”

এঘটনায় কেন্দ্রীয় বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক মো. মুনির হোসেন এ ঘটনায় বিস্ময় প্রকাশ করে বলেন, “আমি এখনো দলের কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত পাইনি। কেউ আমার সঙ্গে মনোনয়ন নিয়ে আলোচনা করেনি। শুনেছি বাউফলে কেউ কেউ মিষ্টি বিতরণ করেছে, এমন প্রচারণা দলের জন্য বিভ্রান্তিকর।

২০০১ সালে বিএনপি থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দলের ঐক্য বজায় রাখার ওপর জোর দিয়েছেন। মনোনয়ন নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। মাহবু্বরে এমন আচরণ দলীয় ঐক্যের পথে অন্তরায়।

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ এ কেএম মিজানুর রহমান লিটু বলেন, দলীয় পর্যায়ে এখনো মনোনয়ন নিয়ে কোনো আলোচনাই হয়নি। নেতাকর্মীদেরকে ভুল বুঝিয়ে আনন্দ মিছিল মিষ্টি বিতরণ দলের জন্য ক্ষতিকর।

উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ বলেন, দলীয় পর্যায় থেকে এমন কোনো নির্দেশনা মাহবুব জোমাদ্দারকে দেওয়া হয়নি। এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত আয়োজন।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক স্যামুয়েল আহমেদ লেলিন বলেন, এমন পদক্ষেপ স্থানীয় বিএনপি’র গ্রুপিং আরও বাড়িয়ে তুলতে পারে।

এদিকে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের  ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই বাউফল জুড়ে সমালোচনার ঝড় চলছে।

এ বিষয়ে মাহবুব জোমাদ্দারের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

advertisement image

Leave Your Comments