বাউফলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা নিশাত আটক

Date: 2025-10-27
news-banner
বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা :
পটুয়াখালী বাউফল উপজেলা শাখার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের (একাংশের) যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল কবির নিশাতকে আটক করেছে পুলিশ। রবিবার গভীর রাতে রাজধানীর উত্তর কাফরুল এলাকার একটি বাসা থেকে তাকে আটক করে কাফরুল থানার পুলিশ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের পর থেকে সরকারবিরোধী বিভিন্ন ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন নিশাত। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টা করছিলেন। এমন তথ্যের ভিত্তিতে কাফরুল থানার এসআই আফজাল হোসেনের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, “নিশাতের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
এদিকে নিশাতের আটকের খবরে পটুয়াখালীর বাউফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। জানা যায়, পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সময়ে একাধিক নারীর সঙ্গে তার আপত্তিকর ছবি ভাইরাল হয়েছিল। সে সময় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ ও তার ছেলে রায়হান সাকিবের ঘনিষ্ঠজন হিসেবে নিশাত প্রভাব বিস্তার করতেন।
তার বিরুদ্ধে নানা বিতর্কিত কর্মকাণ্ড ও নারী কেলেঙ্কারির অভিযোগে দলীয় সিনিয়র নেতাকর্মীরাও বিব্রতবোধ করতেন। এক সময় তার একছত্র আধিপত্যে স্থানীয় আওয়ামী রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়েন অনেক সিনিয়র নেতা।
সোমবার নিশাতের আটকের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার অতীত বিতর্কিত কর্মকাণ্ড ও নারী কেলেঙ্কারি নতুন করে আলোচনায় উঠে এসেছে।
advertisement image

Leave Your Comments